নিজস্ব প্রতিনিধি: বন্দরে ডিবি পুলিশের অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, জাকির হোসেন, ইসমাইল হোসেন, ইসমাইল আহমেদ শুভ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানার মামলা নং- ১৬, তারিখ- ১২/৫/২০২২ রুজু করা হয়েছে। রবিবার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।