বন্দরে কাউন্সিলর শাহেনশাহ’র নির্দেশে দুই হিজড়াকে পিটিয়ে উর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ২ years ago

নারায়ণগঞ্জের বন্দরে টাকা কালেকশন নিয়ে হিজড়া (তৃতীয় লিঙ্গ) সুমি ও সোহানা নামে দুইজনকে পিটিয়ে উর্মী নাকে এক হিজড়াকে ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনশাহ নির্দেশে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার ৩০মে সকালে বন্দর আমিন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, হিজড়া গ্রুপের সর্দার মোক্তারের নেতৃত্বে বন্দর আমিন আবাসিক এলাকায় শাহপরান, হিজলা সাইদ ওরফে অন্তরা, কাকলী ওরফে কাইয়া, নিপা সহ কয়েকজন হিজলাদের বিরুদ্ধে।

আহত হিজড়ারা জানায়, আমরা এক সপ্তাহ যাবৎ টাকা কালেকশন বন্ধ রাখি। এসময় পার্শ্ববর্তী হিজড়া মোক্তারের নেতৃত্বে একটি গ্রুপ আমিন আবাসিক এলাকায় টাকা কালেকশন করে। এ খবর পেয়ে আমরা তিন জন আমিন আবাসিক এলাকায় গেলে আমাদের মারধর করে এবং কাউন্সিলর শাহেনশাহ নির্দেশে প্রায় ৭০/৮০ জন লোক এসে আমাদের মারধর করে আমাদের গ্রুপের উর্মীকে কাউন্সিলরের অফিসে তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে ফোন করে কাউন্সিলর শাহেনশাহ এর অফিসে মিমাংসা করে উর্মীকে নিয়ে আসতে বলে জানান।

তারা আরও জানান, হিজড়াদের গ্রুপের সর্দার পপি থেকে আমরা বন্দর আমিন আবাসিক এলাকার দায়িত্ব নিয়ে থাকি। সেই সুবাধে আমরা শুধু আমিন আবাসিক এলাকায় টাকা কালেকশন করি। বেশকয়েকদিন আগে আমাদের সহ সবাইকে টাকা কালেকশন না করার নির্দেশ দেয়া হলে আমরা বন্ধ রাখি। কিন্তু মোক্তার হিজড়া সহ কাউন্সিলর শাহেনশাহ এর সাথে মিলে জোরপূর্বক টাকা কালেকশন করতে আসে। এছাড়াও মোক্তার হিজড়া ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন বিক্রি করে আসছে বন্দরের বিভিন্ন এলাকায়।

জানতে চেয়ে ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনশাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয় কিছুই জানেন না বলে জানান।

  • বন্দরে কাউন্সিলর শাহেনশাহ'র নির্দেশে দুই হিজড়াকে পিটিয়ে উর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ