নারায়ণগঞ্জ বন্দরে বিবিজোড়া পূর্বপাড়া এলাকায় কাজী মাসুম স্টোর নামের এক বিকাশ ও মুদি দোকানে হামলা,ভাংচুর ও লুটপাট করেছে বখাটেরা। এসময় বাঁধা দিতে গেলে দোকানদার কাজী মাসুম বিল্লাহ সহ তাঁর স্ত্রী’কে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এঘটনায় বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বন্দর থানাধীন বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের বিবিজোড়া পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায়।
কাজী মাসুম বিল্লাহ্’র স্ত্রী তাহমিনা আক্তার বিথী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ সহ আর অজ্ঞাত ৪/৫জনকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, বন্দর থানাধীন বিবিজোড়া পূর্বপাড়া এলাকার মৃত দিলু মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৬), গাফফার (২৮), আনিকা আক্তার (১৯) ও ১,২,৩, নং বিবাদীর মাতা-সহ অজ্ঞাত ৪/৫ জন।
অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার অনুমান রাত সাড়ে ৮ টার দিকে ১ নং বিবাদী বখাটে ইকবাল হোসেন (২৬)বন্দর থানাধীন বিবিজোড়া পূর্বপাড়া সাকিনস্থ আমাদের দোকান আসিয়া আমার স্বামী থেকে বাঁকিতে মোবাইল রিচার্জ করতে বলে। আমার ১নং বিবাদী ইকবাল হোসেন (২৬) কে বাকি না দেওয়ায় ১ নং বিবাদী বখাটে ইকবাল হোসেন (২৬) এ-র সাথে আমার স্বামীর কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ১ নং বিবাদী বখাটে ইকবাল হোসেনের (২৬) নেতৃত্বে সকল বিবাদীরা ঐক্যবদ্ধ হয়ে আমার স্বামীকে এলোপাতারি ভাবে কিলঘুষি ও লাথি মারিয়া শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।আমার স্বামীকে হত্যার উদ্দেশ্য ২নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী বখাটে ইকবাল হোসেন (২৬) আমার স্বামীর গলা চেপে ধরে শ্বাস বন্ধ করার চেষ্টা করে। ২ ও ৩ নং বিবাদীসহ অঙ্ঘাতনামা সকল বখাটে বিবাদীরা তাদের হাতে থাকা লোহার রড,কাঠের ডাঁসা, বাশের লাঠি ও হকিস্টিক দিয়ে আমার স্বামীকে পিটাইয়া মাটিতে ফেলে দেয়।আমার স্বামীকে রক্ষা করতে আমি আগাইয়া গেলে আমাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে সকল বখাটে বিবাদীরা দোকান ও দোকানে থাকা মালামাল ভাংচুর ও তছনছ করে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে, আমদের দোকানে থাকা নগদ এক লক্ষ দশ হাজার টাকা ১নং বিবাদী বখাটে ইকবাল হোসেন(২৬) নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীত্তি প্রদান করে চলে যায়।
বন্দর থানার পুলিশ (এএসআই) লাভলু জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।