নারায়ণগঞ্জের বন্দরে ছোঁনখোলা এলাকায় ব্যক্তিগত জায়গা বন্ধ করে হাফিজ ও ইউসুফ গংদের বাড়ির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেয়ার অভিযোগ পাওয়া গেছে রিয়াজুল ইসলামের বিরুদ্ধে।
ভূক্তভোগী পরিবারের অভিযোগ, রিয়াজুল ইসলাম তাঁর বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে দীর্ঘ বছর আগেই। তিনি এখন তাঁর যাতায়াতের সুবিধার জন্য প্রভাব খাটিয়ে রাস্তা তৈরি করতে পাঁয়তারা করে যাচ্ছে। এমনকি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের অভিযোগ সহ বিভিন্ন সরকারি দপ্তরে দৌঁড়ঝাঁপ শুরু করেন।
অভিযোগ করে বলেন, রিয়াজুল ইসলাম তাঁর বাড়ির পাশ দিয়ে মানুষ চলাফেরা করত। তিনি সেই রাস্তা বন্ধ করে একটি বিশাল বাড়ি করেন। এবং দেয়াল দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। এখন আমরা বালু দিয়ে পুকুর ভরাট করার পর দোকান নির্মাণ করতে গেলে তিনি কাজে বাধা সৃষ্টি করে। আমাদের জায়গায় আমরা দোকান তুলবো কিন্তু ব্যাক্তি সুবিধার জন্য আমাদের কাজে বাধা সৃষ্টি করছে। আমাদের দাবী তিনি যদি তাঁর বাড়ির পাশ দিয়ে ২ ফুট ছেড়ে দেয় আমরাও রাস্তার জন্য ২ ফুট ছেড়ে দিবো বলে জানান।
সরেজমিনে গিয়ে বন্দর উপজেলার ছোঁনখোলা এলাকায় দেখা যায়, রিয়াজুল ইসলাম তাঁর বাড়ির পাশ দিয়ে মানুষ চলাচল করত। কিন্তু তিনি সেই জায়গা বন্ধ করে কোটি টাকা খরচ করে একটি বিল্ডিং করে। এবং তাঁর বাড়ির পিছনে আরও একটি জায়গা ক্রয় করে বালু ভরাট করে। সেই জায়গা বেশি দামে বিক্রি করার জন্য হাফিজ ও ইউসুফ গংদের বাড়ির ভিতর দিয়ে জোরপূর্বক রাস্তা নিতে পাঁয়তারা করছে।