দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার নারায়ণগঞ্জের ওসমান পরিবারের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলোচিত হয়েছে। পুলিশ, পুলিশ খেলা ছোট কাল থেকেই খেলে অবস্থ। ক্লাস ৮ম শ্রেণীর ছাত্র থাকালীন সময়ে বঙ্গবন্ধুর খুনের নীল নকশাকারী জিয়াউর রহমান নারায়ণগঞ্জে আসবে। আর তার বিরুদ্ধে পোস্টার লাগাতে গিয়ে চরম নির্যাতন সহ্য করতে হয়েছে। তার পিটে সাইকেল ভেঙ্গেছে। জেল ও পুলিশ প্রসঙ্গে শামীম ওসমান বলেছিলেন, জেল আর পুলিশ খেলা ছোট কাল থেকে খেলে আজকের শামীম ওসমান। আমার বড় ভাই নাসিম ওসমান যখন হয়েছে, তখন আমার পিতা জেল হাজতে, আমার ছেলে যখন হয়েছে আমি ( শামীম ওসমান) তখন জেল হাজতে। এটা আমাদের বান্ধা হিসাব। এখন আমার ছেলের সন্তান হবে, এ নিয়ে আমার স্ত্রী ( সালমা ওসমান লিপি) চিন্তিত। এখন কি হবে? এরুপ বান্ধা হিসাবে বন্দর উপজেলা আওয়ামীলীগের কমিটি( সদ্য ঘোষিত) পুর্ণাঙ্গ ঘোষণা করেছে।
যে কমিটি ৩০ মাস পর ঘোষণা হয়েছে। সেই কমিটিতে ৭১ জনের মধ্যে ৩০ জনও রাজপথে সক্রিয় না। ২০০৪ সালে আওয়ামীলীগের যে স্বজনপ্রীতি কমিটি হয়েছিল, সেই বান্ধা হিসেবে বর্তমান কমিটি হয়েছে। কমিটি ঘোষনা হওয়ার পর নানা বির্তক দেখা দিয়েছে। এখন বন্দরের আওয়ামীলীগের ত্যাগী নেতা ও সচেতন মহলের ভাষ্য বন্দর উপজেলার ৫ টি ইউনিয়ন কমিটি হবে। এই কমিটিও কি পূর্বের বান্ধা হিসেবে হবে। নাকি উপজেলা কমিটি ঘোষনা হতে শিক্ষা নিয়ে ৫ টি ইউনিয়ন কমিটিতে ত্যাগী, সাংগঠনিক নেতাদের যাচাই পূর্বক কমিটি করার আহবান জানিয়েছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ ও সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে। যোগ লোকের কাছে নের্তৃত্ব দেয়ার জন্য। অন্যথায় সামনে চরম মাশুল গুনতে হবে।