বন্দরবাসীকে যুব সংহতি নেতা ফারুকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধিঃ বন্দর থানা জাতীয় যুব সংহতি আহব্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় যুব সংহতি যুগ্ম আহ্বায়ক তরুন সমাজ সেবক মো ফারুক হোসেন এর পক্ষ থেকে সর্বত্র সকলকে জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা।

দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার ফলে এই ঈদুল ফিতর আসে, এই রমজান মাস হলো সকল মাসের চেয়ে উত্তম মাস।এই মাসে সকল ধর্মপ্রাণ  মুসলমানদের গোনাহ ক্ষমা প্রার্থনা করা এবং বেশি বেশি ইবাদত করার মাস। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য টানা একটি মাস রোজা রাখা হয়  এর ফলে এই পবিত্র ঈদুল ফিতর আসে এবং এ থেকে একজন মুসলমানের মধ্যে একটি পরিবর্তন আসে।

এক বিবৃতিতে মো ফারুক হোসেন  বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বত্র সকলকে জানাই ঈদুল ফিতরের প্রানঢালা শুভেচ্ছা এবং অগাধ ভালোবাসা।মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। একটি মাস সিয়াম সাধনার ফলে এ থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

  • বন্দরবাসীকে যুব সংহতি নেতা ফারুকের ঈদুল ফিতরের শুভেচ্ছা