বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে খান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে যুবলীগে নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বাদ এশা বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কমিটির আহবায়ক মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা মোঃ ডালিম হায়দার, যুবলীগ নেতা শেখ মমিন, হোসেন প্রধান, উজ্জ্বল আহমেদ, আজিজুল হক, হোসেন পাটোয়ারী, মাকসুদ হাসান, লাভলু প্রধান, উজ্জ্বল আলী, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাজু আহমেদ, আকিব হাসান রাজু, কাজল, মোখলেস, মোঃ সবুজ প্রমুখ।

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রূহের মাগফিরাত কামনায় বিশেষ এ দোয়া পরিচালনা করেন ডকইয়ার্ড মসজিদের ইমাম মুফতী হোসাইন মোহাম্মদ আল-আমিন।

  • বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে খান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া