ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সেলিম রেজা

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

মাহমুদুর রহমান (তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানার সেলিম রেজা। জেলার ৯ থানার ওসিদের মধ্য থেকে তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

গত বছরের ১৭ নভেম্বর তিনি ভাঙ্গা থানায় যোগদান করেন। এরপর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি।

পুলিশ সূত্র জানিয়েছে, মামলার তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজের জন্য শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।

চাকরিজীবনে এটা একজন পুলিশ কর্মকর্তার জন্য সম্মান ও গৌরবের বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সেলিম রেজার জন্মস্থান পাবনা জেলার সুজানগর উপজেলাতে।

গতকাল (৯ মে) ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান এ নাম ঘোষণা করেন। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

  • ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সেলিম রেজা