বুধবার (৬ জুলাই) বিকেলে নিহতের বাবা শহীদ মোল্যা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় এ মামলা করেছেন।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন মামলার বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্যাকে ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সবুজ ফরিদপুর সদরের ডিগ্রিরচর ইউনিয়নের কাজের মাতুব্বরের ডাঙ্গী এলাকার শহীদ মোল্যার ছেলে। বায়তুল আমান এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।