কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৯জুন ) বেলা পোনে এগারোটায় ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শহরের কাঠপট্রিতে তাদের দলীয় কার্যালয়ের সামনে হতে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুল, এবি সিদ্দিকী মিতুল সহ ফরিদপুর মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে তারা মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
ফরিদপুরে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল