পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটিতে নির্বাচিত হলেন যারা

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

উৎসব মুখর পরিবেশে বন্দরে এতিহ্যবাহী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নিবার্চন সম্পর্ন হয়েছে।
আনন্দঘন পরিবেশে ১০ জুন শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সদ্য অনুষ্ঠিত অভিভাবক প্রতিনিধি নিবার্চনে ৮ জন পুরুষ প্রার্থী ও ২ জন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নিবার্চনে অংশ গ্রহন করে।
এরা হলেন আমির হোসেন (ব্যালট নং-১) মোঃ ইব্রাহিম হোসেন টুটুল (ব্যালট নং-২) এ.কে.এম. ওবায়দুল হক আরিফ (ব্যালট নং-৩) মোঃ জাহাঙ্গীর (ব্যালট-৪) দেলোয়ার হোসেন (ব্যালট-৫) মোঃ মাসুদ রানা (ব্যালট নং-৬) রোমান মন্ডল (ব্যালট নং- ৭) মোঃ শাহীন (ব্যালট নং-৮) ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে আকলিমা খাতুন (ব্যালট নং-১) ও রাজিয়া (ব্যালট নং-২)।
পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সর্বমোট  ৫৫৪ জন ভোটারের মধ্যে  ৪৬৬ জন ভোটার ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছে। এর মধ্যে মাসুদ রানা (ব্যালট নং-৬) প্রতিক নিয়ে ২৯৩ ভোট পেয়ে প্রথম, মোঃ ইব্রাহিম হোসেন টুটুল (ব্যালট নং-২) প্রতিক নিয়ে ২৭০ ভোট পেয়ে ২য়, মোঃ আমির হোসেন (ব্যালট নং-১) প্রতিক নিয়ে ২৪৫ ভোট পেয়ে ৩য় ও এ.কে.এম. ওবায়দুল হক আরফি (ব্যালট নং-৩) প্রতিক পেয়ে ৪র্থ স্থান পেয়ে নিবার্চিত হয়।
এ ছাড়াও সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি পদে রাজিয়া বেগম (ব্যালট নং-২) প্রতিক নিয়ে ২২৩ ভোট পেয়ে নিবার্চিত হয়। সদ্য অনুষ্ঠিত অভিভাবক প্রতিনিধি নিবার্চনে বন্দর উপজেলা পরিষদের যুব উন্নয়ন বিষয়ক কর্মকতার্ আবু জাফর প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
  • পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটিতে নির্বাচিত হলেন যারা