দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান সংকট নিরসনে সংলাপের তাগিদ দিয়ে রাজনৈতিক দলগুলোকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি তপশিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে ডোনাল্ড লু এ বিষয়ে ইসি কনসার্ন কি? তপশিলে প্রভাব পড়বে কি? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লু’র চিঠি সংলাপের কি না এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে।