আমাদের সংগ্রাম ডেস্কঃ হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা পর্ষদের উদ্যোগে নারায়ণগঞ্জের বন্দরে এক ইফতার পার্টি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব বি.এম. কুদরত-এ-খুদা।
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষা হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আনন্দধামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শরীয়তপুর জেলা আনন্দধামের সভাপতি মোঃ সবুজ আহমেদ ও সাধারণ সম্পাদক জনাব মোঃ নাঈমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইফতার পুর্ব বক্তব্যে বলেন, ইসলাম সহ সকল ধর্ম মানুষকে হতদরিদ্র অসহায়ের প্রতি সহানুভূতি ও সাহায্য-সহযোগিতার শিক্ষা দেয়। প্রতিবন্ধীরা শারীরিক, মানসিক কিংবা আর্থসামাজিক অক্ষমতা বা অসুবিধার কারণে স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে না। প্রতিবন্ধীদের সীমাহীন দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে পারেন সেসব ধর্মপ্রাণ সংবেদনশীল মানুষ, যাঁরা অন্যের দুঃখ-বেদনাকে সহমর্মিতার দৃষ্টিতে দেখেন। বর্তমান সরকার অটিজম নিয়ে কাজ করছেন। পবিত্র ঈদে আমরা যেন প্রতিবন্ধীদের ভুলে না যাই।