পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন তাঁতীলীগ সভাপতি প্রকৌশলী লায়ন মাসুদ

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৫ মাস আগে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সংগ্রামী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সমিতির মানব কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ।

 

মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

 

শুভেচ্ছা বার্তায় প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে শান্তি ও সম্প্রীতির জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারি, এ প্রত্যাশা করি।

 

তিনি আরও বলেন,কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের অসচ্ছল মানুষদের অসহায়ত্বের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। এমনকি যে কোনো দুর্যোগে-দুর্বিপাকে সবাই যেনো সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে।সিদ্ধিরগঞ্জসহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।

  • পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: মাসুম আহমেদ