নিঝরে ঝরে-সেলিম মিয়া

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

সাহিত্যঃ রমজানে রোযা রেখে সোনাঝরা ধানের দেশে এসে- মেঠো পথের নিভৃতে দাঁড়িয়ে ভাবি; অন্তর নিথরে কাঁদে, নিঝরে ঝরে, অদৃশ্যের বিচারের ভয়ে- অদেখা আঁখি জল। হায়রে হায়! আমি কোথায়? কি হবে আমার? এতো শখের দেহখানা কেউ দেখবে না রে আর।

এখান থেকে এখন ফিরে যেতে পারব কিনা নীড়ে তাইতো জানিনা।

দম ফুরালে আর, পারবো না পরতে পোশাক, গায়ে মাখতে পারব না সেন্ট, বলতে পারব না কোনো একটা কথা। এ যখন বুঝি, মনকে বলি বাহাদুরি করিসনা আর।

পঁচে গলে দুর্গন্ধ হবে দেহ, আলো নেই একটু ও ঘুটঘুটে অন্ধকারের ভেতর; ছোট্ট একটি মাটির গর্তে রেখে আসবে , কেউতো থাকবে না সাথে। পঁচা অঙে কিলবিল করবে পোকা। খসে খসে কঙ্কাল হবে হাড়গুলো, পড়ে রবে কতকাল কবরে তাও জানিনা। তাহলে কেনো কার জন্য এতোসব ছলাকলা?

  • নিঝরে ঝরে-সেলিম মিয়া
  • অন্যান্য এ সম্পর্কিত আরও পড়ুন: