গাজীপুরে শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের চকপাড়া গ্ৰাম হইতে ২১জুলাই শুক্রবার সকালে ৮৬ জন বিভিন্ন পেশার লোক নিয়ে প্যনেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে উপজেলার নিকলী হাওর, মিঠামইন এবং অষ্টগ্রাম আনন্দ ভ্রমণ করেন। মিঠামইনে খাওয়ার হোটেল অনেক কম। আমরা দুপুরের খাবারে খেলাম হাওরের চিংড়ি, বেয়াল, ট্যাংরা আর বাইম মাছ দিয়ে। স্বাদ অতুলনীয় আর মাছ গুলো ছিল ফ্রেশ/তাজা। দুপুরে খাওয়ার পরে আমার স্থানীয় বাজার’টি একটু ঘুড়ে ফিরে দেখলাম। নিকলী হাওর, মিঠামইন এবং অষ্টগ্রাম আনন্দ ভ্রমণে এসে নৌকা, অটোও পায়ে হেঁটে সারা দিন অনেক আনন্দে দিন কাটালাম।
কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে নিকলি, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম হলো হাওরপ্রবণ এলাকা।
এরমধ্যে কিশোরগঞ্জ জেলা সদর থেকে ৬০কিলোমিটার দূরে অবস্থিত অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম হাওর অন্যতম৷ অপার সৌন্দর্যের জন্য একে ‘হাওরের রানি’ বলা হয়। হাওরের স্বচ্ছ অথৈ জল, ছোট ছোট গ্রাম, গুচ্ছবাড়ি মুগ্ধ করার মতো রূপ নিয়ে হাজির হয় বর্ষায় সেখানেই জলের সৌন্দর্য। এই হাওর চারটা জেলার মিলনস্থল।,কিশোরগঞ্জের সাথে হবিগঞ্জ,সুনামগঞ্জ, নেত্রকোনাকে মিলিয়ে দেয় অষ্টগ্রাম হাওর।
কড়া রোদ্দুরে নৌকার ছাদে ওঠে গান গেয়ে মেতে ওঠে অনেকেই,নিকলী হাওরের মাঝখানে গাছের নিচে পানিতে গোছল লাফালাফি করে ১ ঘন্টাখানেক কাটিয়ে সন্ধ্যায় হাওরে বাতাস উপভোগ করে ফেরার সময় মনে হল কি যেন ফেলে যাচ্ছি এই সরব ঢেউয়ের মাঝে।
পাশাপাশি বিধ্বস্ত ও অবহেলিত হাওরবাসীর প্রফুল্ল চেহারাটাও ভেসে ওঠে হৃদয়ের মাঝে । এত সংগ্রাম ও জীবনের ঝুঁকি নিয়ে কিসের মায়ায় তারা এই হাওর অঞ্চলে পড়ে আছে। তাও স্পষ্ট হয়ে ওঠে চোখের সামনে।