অভিযুক্ত কর্মকর্তা তার স্ত্রী রোকসানা মির্জার মাথায় বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছিলো। এ ঘটনায় ২০২০ সালের মে মাসে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিলো।
সজল রায়ের আইনজীবী স্টু লন্ডন জানিয়েছেন, সজল রায় একজন প্রবাসী সংগীতশিল্পী। ২০১৬ সালে নিউ ইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন সজল। কিন্তু তার সাবেক স্ত্রীর আনা অভিযোগের কারণে সজলের গান গাওয়া বন্ধ রয়েছে, তিনি সমাজে বিশ্বাসযোগ্যতাও হারিয়েছেন। সমাজে তার সুনাম নষ্ট হয়েছে।
রোকসানা মির্জার অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, ২০২০ সালের ১ মার্চে পুলিশ অফিসারের সঙ্গে তার স্ত্রী রোকসানা মির্জার পারিবারিক কলহ হলে সজল তার স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তাৎক্ষণিকভাবে সজলের বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ না আনলেও পরে এই নির্যাতনের বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। যার প্রেক্ষিতে ২০২০ সালের মে মাসে কুইন্সের নিজ বাসা থেকে সজলকে আটক করা হয়। অভিযোগের পরেই সজলকে বরখাস্ত করা হয় এবং অভিযোগের ঘটনাটি পুলিশ তদন্ত করেন।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সজল রায় স্থানীয় একটি ইংরেজি দৈনিককে বলেছেন, তার বিরুদ্ধে আনা স্ত্রীর অভিযোগ সত্য নয়।