নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১মে বাদ আসর বন্দর ১নং খেয়াঘাটস্থ গাউসুল আজম জামে মসজিদে কোরআনের পাখিদের নিয়ে কোরআন খতম, দোয়া ও ইফতার আয়োজন করা হয়।
এসময় নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ ওসমান পরিবারের দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা গাজী তামিম বিল্লাল।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, আরিফুল ইসলাম হিরা, নিলয়, সানি খান, উজ্জল, সায়মন খান, আরিফুল ইসলাম অপু প্রমূখ।