আমাদের সংগ্রাম ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে ২দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচি’র আজ প্রথম দিনে অসহায় রুগীদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
শুক্রবার ২৯ এপ্রিল বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজ কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।