নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের সোনাচড়া, রামনগরে গড়ে উঠেছে একটি প্লাস্টিক শিল্প কারখানার। যার বিষাক্ত বর্জ্যের কারণে গ্রামের প্রায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ওই কারখানা থেকে নির্গত বর্জ্য ও প্লাস্টিক পুড়ানোর বিষাক্ত ধুঁয়াতে গনবসতী এলাকায় পরিবেশের ক্ষতিসহ এলাকার কয়েক শ’ পরিবার অতিষ্ট হয়ে পড়ছে।
এলাকাবাসী জানায়, পরিবেশ দূষণ রোধে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করে এবং পরিবেশ অধিদফতরসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলে একাধিকবার আবেদন করে এর কোনও প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, এই প্লাস্টিক কারখানার যখন প্লাস্টিক পোড়ানো হয় তখন তার বিষাক্ত ধুঁয়ার কারনে ঘরে থাকা কষ্ট কর হয়ে যায়। সেই পোড়ানো প্লাস্টিকের কারখানার বিষাক্ত দূষিত ধুয়া কারনে গ্রামের মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না।
অভিভাবকরা জানান, এই প্লাস্টিক কারখানার পাশে প্রাথমিক বিদ্যালয় কমল মতি শিশুরা ও এটার জন্য ঠিক মত ক্লাস করতে পারে না। স্ব্যাস্থ ঝুকিতে আছে এমন কি পাশে রয়েছে মসজিদ কেউ ভয় প্রতিবাদ পর্যন্ত করে না। প্রভাশালীদের সেল্টারে এই গণবসতী এলাকায় এমন একটি প্লাস্টিক কারখানার যার কোন কাগজ পত্র অনুমতি নেই তার পর ও কোন শক্তিতে তারা এই ঘনবসতি এলাকায় প্লাস্টিক কারখানা তৈরি করে।
এটা দেখার জন্য ডিসি ও প্রশাশনের উর্দধতম কর্মকর্তা ও আমাদের মাননীয় মেয়র মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই প্লাস্টিকের কারখানা বিষাক্ত ধুঁয়া কারনে মানুষের নানা রুগে আক্রন্ত হবার সম্ভবনা আছে চর্ম রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। কারখানারটি এলাকাবাসী অনুরোধ উপজেলা ও নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদফতর কাছে ব্যবস্থা নিয়ে অতিতাড়াতাড়ি কারখানাটি বন্ধ করে দেন।
সরেজমিন দেখা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড সোনা চড়া রামনগর এলাকার প্লাস্টিক শিল্প কারখানাটি উৎপাদন চালিয়ে আসছে। তারা দিন রাত কারখানায় প্লাস্টিক পোড়ানো কাজ করছে ও সেই থেকে বিষাক্ত ধুঁয়া কারনে মানুষের নানা রোগে আক্রান্ত হচ্ছে তাই মাননীয় মেয়র এর ও প্রশাসনের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
নাসিক ২৬নং ওয়ার্ডে প্লাস্টিক কারখানার বিষাক্ত বর্জ্য থেকে মুক্তি চায় এলাকাবাসী