নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৫ নং ওয়ার্ড সোবাড়িয়া বাজার-তাওলাদ মিয়ার বাড়ির পাশে দুই শতাধিক পরিবার বৃষ্টির পানিতে জলাবদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই এলাকায় চলাচলের সড়ক ডুবে যায়। এবং ঘরের ভিতরে পানি চলে যায়। মঙ্গলবার নাসিক ২৫নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানান, এখানে যাতায়াতের এক মাত্র রাস্তা তাওলাদ- আসলামের বাড়ি পর্যন্ত হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠেছে। পানিতে তলিয়ে গেছে খাবার পানির ওয়াসা লাইন ও রাস্তা।
তাঁরা জানান, এখানে একটি ড্রেন নির্মান করে দিলেই আমাদের সমস্যা সমাধান হবে কোথাও পানি সরতে পারে না দেখে বৃস্টির পানি জমে ঘরে ঢুকে পড়ে। এসব বিষয় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলরকে বহুবার জানানো হলেও কোন ফল পাইনি ভুক্তভোগী পরিবার গুলো। তাই মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভির হস্তক্ষেপ কামনা করছেন পরিবার গুলো।
২৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আসলাম বলেন, গত ৩-৪ বছর যাবত আমরা এই পানি বন্ধি জীবন যাপন করছি। আমাদের দেখার যেন কেউ নেই প্রতি বছর পেরিয়ে গেলেও এটার কোন ব্যবস্থা নেননি কাউন্সিলর। পাশের বাড়ির পানি গুলো নেমে এসে বাড়িঘরে পানি ঢুকে পড়ছে। বৃষ্টির কারণে পানি খুব বেশি রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচল করতে হয় প্রায় দুইশত পরিবার এই পানি দিয়েই প্রবেশ ও বের হতে হয় আমাদের সকলের।