শীতলক্ষ্যা নদী দিয়ে আসছে ট্রলার ভর্তি গরু। কিন্তু এসব গরু নিয়ে আসা ট্রলার ভীড়ছে শীতলক্ষ্যা তীরবর্তী বিভিন্ন হাটগুলোতে। কিন্তু নাসিক ১৯নং ওয়ার্ডের সামিট পাওয়ার প্লান্টের পেছনে খালি জায়গার অস্থায়ী গরুর হাটে নদী দিয়ে আসা ট্রলার থামিয়ে জোরপূর্বক গরু নামানোর অভিযোগ রয়েছে।
তবে গরুর হাটটি নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান চৌধুরী ইজারা নিয়ে থাকে। তিনি শীতলক্ষ্যা নদী থেকে তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক গরু নামাচ্ছেন।
মঙ্গলবার ৫ জুলাই দুপুরে গরুর হাটে এ ঘটনাটি ঘটে।
এদিকে, জোরপূর্বক গরু নামাচ্ছেন এমন খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ থেকে গরু ভর্তি একটি ট্রলার শীতলক্ষ্যা নদী দিয়ে সোনাকান্দা হাটে যাওয়ার উদ্দেশ্যে আসলে তখন ট্রলারটি থামিয়ে নদীর পাড়ে নিয়ে আসে। পরে গরুর ট্রলারটি ছেড়ে দেয়া হয়।
এবিষয় জানতে চেয়ে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয় কিছুই জানেন না। তিনি সিটি কর্পোরেশনের মিটিং এ ছিলো বলে জানান।
এর আগেও কয়েকটি ট্রলার ভর্তি গরু জোরপূর্বক আটকিয়ে রাখে কাউন্সিলর মোকলেছের সন্ত্রাসী বাহিনীরা। এতে করে সোনাকান্দা, রূপালী, নবীগঞ্জ ও লক্ষণখোলা সহ নদীর পূর্বপাড়ের হাটের ইজারাদাররা ক্ষোভ প্রকাশ করেন।