আমাদের সংগ্রামঃ নারায়ণগঞ্জ থাই এলমুনিয়াম এন্ড গ্লাস টেকনিশিয়ান ঐক্য-কমিটি গঠন ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়।
১৫ এপ্রিল রোজ,শুক্রবার, দেওভোগ জারিফ থাই এলমুনিয়াম এন্ড গ্লাস দোকানে এ কমিটি গঠন করা হয়। কমিটি পক্ষে থেকে বাদ আসর সকল মসলিমদের জন্য দোয়ার আয়োজন করা হয়। উক্ত সভার আয়োজন করেন, মোঃ রকিবুল ইসলাম রকি।
সভার সভাপতিত্ব করেন, মোঃ রাইসুল ইসলাম সুমন,সভাপতি, থাই এলমুনিয়াম এন্ড গ্লাস টেকনিশিয়ান ঐক্য-কমিটি। মোঃ সোহাগ খান,সাধারন সম্পাদক, থাই এলমুনিয়াম এন্ড গ্লাস টেকনিশিয়ান ঐক্য-কমিটি।
আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ, মোঃ রবিন,মোঃ আসিফ,মোঃ জুম্মন, মোঃ জাফর, রাজু, ফারুক, রুপু, ফাইম সহ কমিটির সকল সদস্য বৃন্দ