বন্দরে বর্ণাঢ্য আয়োজনে ও দলীয় নেতা কর্মীদের ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ জুন বিকেলে বন্দর সমরক্ষেত্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের অধিবেশন উদ্বোধন করেন জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম কাদের এমপি।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির আহ্বায়ক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে ও মহানগর জাতীয় পাটির সদস্য সচিব আফজাল হোসেনর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম কাদের এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পাটির মহাসচিব মো. মুজিবুল রহমান চুন্নু এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমান এমপি ও জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।
পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দুই সদস্য কমিটি ষোষনা করেন জাতীয় পাটির মহাসচিব মো. মুজিবুল রহমান চুন্নু এমপি। জেলা কমিটি সভাপতি করা হয়েছে সানাউল্লাহ সানু ও সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল এর নাম ষোষনা করা হয়। এবং মহানগর জাতীয় পার্টির সভাপতি দুলাল ও সাধারণ সম্পাদক আফজাল।
জেলা ও মহানগর কমিটি ষোষনা শেষে তাঁদের দু’হাত উঁচু করে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন।