নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে থানা বিএনপির সম্মেলনে এ ঘটনা ঘটে। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় একপর্যায় চেয়ার টেবিল ব্যাপক ভাঙচুর ও মারামারির ঘটনা সৃষ্টি হয়।
কর্মীরা অভিযোগ করে জনান, সকাল ১০টায় সম্মেলনের সময় নির্ধারণ করে নেতাকর্মীদের জানানো হলেও এতে মারধরের শিকার হওয়ার ভয়ে উপস্থিত হননি জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ। ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি উপস্থিত থাকলেও তাকে ঘটনার সময় কোনো পক্ষকেই নিবৃত্ত করতে দেখা যায়নি। বরং তিনি সম্মেলনস্থল থেকে পালিয়ে যান এবং সম্মেলন স্থগিতের ঘোষণা দেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনের দিন ঠিক করা হলেও স্থানীয় নেতাকর্মীদের জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। পরে তাদের ক্ষোভের সঙ্গে সহমত জানায় থানা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ। মামুন মাহমুদের পক্ষের একটি মিছিল সভাস্থলে স্লোগান নিয়ে প্রবেশ করার পরপরই তাদের ওপর চড়াও হয় গিয়াসউদ্দিনের সমর্থিত নেতাকর্মীরা। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এটি তাদের অভ্যন্তরীণ একটি প্রোগ্রাম ছিল। সেখানে নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।