নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্য পদে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক শেখ সুমন। সোমবার ৩০ অক্টোবর তিনি এক বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে রোববার ২৯ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাজপথ টিভির অফিসে এ কমিটি ঘোষণা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও সকালের সময়ের বিশেষ প্রতিবেদক গাজী মোহাম্মদ সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সোহেলসহ সকলের কাছে তিনি কৃজ্ঞতা প্রকাশ করেছেন।