নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস ড্রিল সেডে পবিত্র ঈদুল আজহা’র নামাজ আদায় করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার)।
রোববার ১০ জুলাই সকাল জামাতে অংশ নেন তিনি।
জেলার অন্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল অফিসার ফোর্স উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পরে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন।
ঈদ উপলক্ষে সকলের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।