না’গঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফ গ্রেফতার

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) বিশেষ অভিযানে সাড়ে ২৬ কেজি গাঁজা সহ রুবেল ওরফে আরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ২৮ এপ্রিল রাতে রূপগঞ্জ থানাধীন গোলকান্দাইল দক্ষিণ পাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল ওরফে আরিফ (২৭) রূপগঞ্জ চনপাড়া এলাকার মৃত আজাহারের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছেন বলে জানা যায়।

এ সংক্রান্তে রূপগঞ্জ থানার মামলা নং- ৮৩, তারিখ- ২৯/৪/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

 

  • না'গঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফ গ্রেফতার