প্রধানমন্ত্রীর উপহার পেলেন নারায়ণগঞ্জের ১৫টি পরিবার

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের শুধু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে এর উদ্বোধন করা হয়।

আশয়ণ প্রকল্প ২ এর তৃতীয় পর্যায়ে এইবার ৩২৯০৪ টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর প্রদান করা হয়। যার মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় গৃহহীন ১৫ টি পরিবারকে জমিসহ গৃহ উপহার দেয়া হয়।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, আমার তখনি সবথেকে বেশি ভালোলাগে যখনই একটি মানুষ নতুন ঘড় পেয়ে আনন্দিত হয়, যখন তার মুখের হাসি। জাতির জনক চেয়ে ছিলো গরিব মানুষ মুখে হাসি ফুটাতে। প্রধানমন্ত্রী আরো বলেন, আমার বাবা অবশ্যই খুশি হবে। কারণ তার ইচ্ছে গুলো গরিব মানুষের মুখে হাসি ফুটেছে। বিত্তশালীদের আহবান জানান তারা যেন এদেশের গরিব দুঃখী মানুষের পাশে দারায়। সকল বাঁধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন শেষ করার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ, উপজেলা নিবাহী অফিসার সহ অনান্য কর্মকতারা উপস্থিত থেকে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে গৃহহীনদের মাঝে ঘরের চাবি হাতে তুলে দেন।

ঘর পেয়ে গৃহহীনরা আনন্দ প্রকাশ করেন ও প্রধানমন্ত্রীর জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন শেখ হাসিনার জন্য দোয়া করেন।

ঘরের চাবি হস্তান্তর করার সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, সদর উপজেলা নিবাহী অফিসার রিফাত ফেরদৌস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী প্রমুখ।

  • না'গঞ্জে গৃহহীন ১৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন জেলা প্রশাসক
  • প্রধানমন্ত্রীর উপহার পেলেন নারায়ণগঞ্জে ১৫টি পরিবার