না’গঞ্জে উদ্বোধন হলো অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) কার্যালয়

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নতুন সৃষ্ট পদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) এর অফিস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ জুলাই জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান ও জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।

কার্যালয় পরিকল্পনা ও বাস্তবায়ন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, পিপিএম।

এসময় বিজ্ঞ আদালতের বিচারকগণ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আদালত সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

  • না'গঞ্জে উদ্বোধন হলো অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) কার্যালয়