নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাত ২টায় সদর উপজেলার তক্কারমাঠ এলাকায় এঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, রাস্তা পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তবে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে এবং হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।