নবীগঞ্জ ও রওশনবাগ যুবসমাজের উদ্যোগে আহলে বায়তে রাসুল (দঃ) স্মরণে ১৯তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

আহলে বায়তে রাসুল(দঃ) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা উদযাপন উপলক্ষে শেখ মিজানুর রহমান সুমন এর উদ্যোগে ১৯ তম বার্ষিক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটি , নবীগঞ্জ ও রওশনবাগ যুবসমাজ।

শুক্রবার ১৯ আগস্ট বাদ-মাগরির রওশনবাগ জামে মসজিদ সংলগ্ন, নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কদমরসূল ট্রাভেলস এন্ড টুরসের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান সাহেবের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান বক্তা ও আখেরী মোনাজাত পরিচালনা করেন- সাংগঠনিক সচিব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত ও চেয়ারম্যান জেহাদী সাইবার টিম বাংলাদেশ, হযরতুল আল্লামা শায়েখ মুফতি আলাউদ্দিন জেহাদী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন- সহ- সাংগঠনিক সচিব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত,আলহাজ্ব মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল-কাদেরী, নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মোদাররেছ, হযরত মাওলানা বদরুল আলম আল- কাদেরী, রওশনবাগ জামে মসজিদের খতিব, হযরত মাওলানা সালাহউদ্দিন সালেহী, টি, হোসেন জামে মসজিদের খতিব – হাফেজ মাওলানা শহীদুল্লাহ্ আল – কাদেরী সহ দেশ বরণ্য উলামায়ে কেরামগণ বৃন্দ।

উক্ত মাহফিলের প্রধান অতিথি ছিলেন – নারায়ণগঞ্জ আল- মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জনাব শাহাদাত হোসেন শ্যামল। মাহফিল পরিচালনা করেন- রওশনবাগ জামে মসজিদের পেশ ইমাম, হযরত মাওলানা আমিরুল ইসলাম। মাহফিলে না’তে রাসূল (দঃ) পেশ করেন-মোকাদ্দেস ভূইয়া আল-আবেদী, হাফেজ জহিরুল ইসলাম, হযরত মাওলানা হাসান রেজা। উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন- মোঃ কামাল বাদশা,সালাহউদ্দিন পুলু,মোঃ কিম্মত আলী, মহিউদ্দিন ফেলান,আব্দুর রব, আলহাজ্ব সালাহউদ্দিন, মোঃ মিস্টার, গুলজার হোসেন,মোঃ গোলাপ হোসেন, প্রবাসী- সারোয়ার হোসেন টিপু,ওমর আলী, মন্তান,জনি,শিপু, মোঃ সজীব, জাহাঙ্গীর – সহ আরও অনেকে। উক্ত মাহফিলে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন – শাওন, সামির,অনিক, শিথিল, মেহেদী, ইরফান, ফারদিন, সিফাত, জিদান, তুলন, সিয়াম (তেরেজ) ও রিফাত।

  • নবীগঞ্জ ও রওশনবাগ যুবসমাজের উদ্যোগে আহলে বায়তে রাসুল (দঃ) স্মরণে ১৯তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল