নগরীতে ৫২ বোতল ফেন্সিডিলসহ মাদককারবারী আটক

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ২ years ago

শহরের গলাচিপা মোড় এলাকা হতে ৫২ বোতলসহ একরাম হোসেন পলাশ (৩৮) নামক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(৩১ মে) রাত ১২ টা দিকে গোপনসূত্রে ভিত্তিতে শহরের গলাচিপা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় অভিযানে সদর থানার এসআই হাবিব, এএস আই শিশির আহমেদ মকুল অভিযান পরিচালানা করেন।

অভিযান শেষে এএস আই শিশির আহমেদ মূকূল বাদী হয়ে মামলা দায়ের করেন বলে জানান যায়। আজ(বুধবার) দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ২(৬/২২)।

এই বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিচুর রহমান নিশ্চিত করে বলেন, ৫২ বোতল ফেন্সিডিলসহ আসামীকে আটক করে তার উপর মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়েছে। এই ধরণে মাধক বিরোধী অভিযান আমাদের চলমান থাকবে।

  • নগরীতে ৫২ বোতল ফেন্সিডিলসহ মাদককারবারী আটক