ফুটবলের অভাবে খেলতে না পারা দুই শিক্ষার্থীকে ফুটবল দিলেন ইউএনও নয়ন কুমার রাজবংশী

লেখক: সেলিম রেজা, মহেশপুর, ঝিনাইদহ
প্রকাশ: ২ years ago

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী মহদ্বয়ের অফিসে হঠাৎ ২জন ক্ষুদে সেবা গ্রহীতার আগমন, শাফায়েত(৪র্থ শ্রেণি), মুন (৫ম শ্রেণি)। এই বয়সেই তারা ইউএনও অফিস সম্পর্কে জানে।

তাদের খেলার মাঠে ফুটবলের অভাবে প্রায় ১ সপ্তাহ খেলা হচ্ছেনা। এজন্য তারা ফুটবল প্রাপ্তির আবেদন নিয়ে এসেছে। অতঃপর তাদের দাবি পূরণ করলেন খেলা প্রিয় শিশু প্রেমি সদা হাস্যজ্জল ইউএনও নয়ন কুমার রাজবংশী।

উল্লেখ্যঃ- মহেশপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই তিনি প্রশসংসনীয় কাজ করে ইতিমধ্যে মহেশপুরবাসীর অন্তরের মণিকুঠিরে জায়গা করে নিয়েছেন।

  • দুই শিক্ষার্থীর হাতে ফুটবল তুলে দেন-ইউএনও নয়ন কুমার রাজবংশী
  • ফুটবলের অভাব খেলতে না পারা দুই শিক্ষার্থীকে ফুটবল দিলেন ইউএনও নয়ন কুমার রাজবংশী