গুড়দাহ বাজার বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি হওয়ার পাশাপাশি চিনির দাম আকাশচুম্বী বেড়ে গেছে।
জানা গিয়েছে যে চিনির সংকট দেখা দিয়েছে বাংলাদেশে নিত্যপর্ণের দাম বেড়ে চলেছে এ সপ্তাহে ও আলু পিঁয়াজ সয়াবিন তেল চিনি মাছ ও সবজি দাম ।
বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা পিঁয়াজ ৬০থেকে ৭০টাকা আলু বিক্রি হচ্ছে ৩০থেকে ৪০টাকা আজ শুক্রবার গুড়দাহ বাজার এমন চিত্র পাওয়া যায়। বাজার করতে আসা সাধারণ মানুষের ভির লক্ষ্য করা যায় অগ্নি মৃল্যের হতাশা হয়ে পড়েছেন বিক্রেতাদের ।
পিয়াজ-রসুন বিক্রেতা কবির হোসেন বলেন, নতুন সিজন ও আমদানি বেশি থাকায় কমেছে আদা, রসুন, আলু ও পেঁয়াজের দাম। দাম বাড়ার সম্ভাবনা বেশি।এসব বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়ে যাওয়ার পর বাজারে গিয়ে আরও ধাক্কাখেল এলাকাবাসী। মৌসুম শেষ না হতেই আলুপেঁয়াজের দর এভাবে কেন বাড়ছে বুঝে উঠতে পারছে না তারা। আর কয়েক মাস আগেই একশ টাকার সীমা ছাড়িয়ে যাওয়া চিনি বাজার থেকে উধাও হওয়ার দশা।চিনি সরকারের ঠিক করে দেওয়া দরে পাওয়া যাচ্ছে না বহু মাস ধরেই।
এ নিয়ে সরকারি সংস্থার কার্যকর কোনো তৎপরতাও নেই। এখন দোকান থেকে পণ্যটি হাওয়া হয়ে যাওয়ার পর দাম আরও বাড়বে, সেটি বলে দিচ্ছেন বিক্রেতারা। আগেই প্রতি কেজি দাম ছিল ৯০ থেকে ৯৫ টাকা সরকার ঘোষিত। ১ কেজি খোলা চিনির দাম ১২০ টাকা এবং প্যাকেটজাত ১ কেজি চিনি ১৩০ টাকা অবৈধ ভাবে দাম বাড়ছে।