ঢাকার রাজপথে সজিবের নেতৃত্বে বিশাল শোডাউন

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের গুলিতে ছাত্রদল ও যুবদল নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে বিশাল শো-ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৬ আগস্ট) ঢাকায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এ শো-ডাউন করা হয়।

শো-ডাউনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়ে ছাত্রদল- যুবদলের নেতা হত্যার প্রতিবাদে বিশাল মিছিল করে। এসময় তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নানা স্লোগান দেয়া হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, আমাদের দেশের মানুষকে এখন আর প্রধানমন্ত্রী মানুষ ভাবেন না। মানুষ আজ জেগে উঠেছে। এখনো যদি অবৈধ ক্ষমতাসীনরা উপলব্ধি না হয় তাহলে তাদের পরিনতি অনেক খারাপ হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান মানিকসহ অন্যান্যরা।

  • ঢাকার রাজপথে সজিবের নেতৃত্বে বিশাল শোডাউন