ডিবি’র অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার, নারী আটক

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বন্দরে ইয়াবা বিক্রির সময় এক নারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৯ জুন) দুপুর দেড় টায় বন্দর উপজেলার বাবুপাড়া এলাকা থেকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত নারী রিনা বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার নুরু মিয়ারি স্ত্রী।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ৫০ পিস ইয়াবাসহ আটক হয়েছে। ডিবি’র রূপগঞ্জ জোনের অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রিনা তার ভাড়া বাসার সামনে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করে।

এ সংক্রান্তে বন্দর থানার মামলা রুজু করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই করে জড়িত অন্যরা আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ডিবি'র অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার
  • নারী আটক