নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ঈদের আনন্দ করতে গিয়ে আমাদের সন্তানরা এবার ট্রাকে চড়ে, এলাকার মোড়ে মোড়ে উচ্চ শব্দে ডিজে গান বাজিয়েছে। এতে মানুষের অনেক সমস্যা হয়েছে। ঈদ এখনও চলে যায়নি, ঈদের আনন্দ আমরা সবাই করব তবে উশৃঙ্খলভাবে নয়, অন্যের সমস্যা করে নয়। এসব অবশ্যই আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে।
রোববার সকালে মুঠোফোন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলমের এমন বার্তা নগরবাসীর কাছে পৌঁছে দেন।
এ সময় তিনি আরও জানান, এভাবে উচ্চ শব্দে ডিজে গান বাজিয়ে উদ্দাম নৃত্য করে তারা বখাটে হয়ে গিয়ে ধীরে ধীরে কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে ওঠে। তারা ঈদের ফাঁকা সড়কে দ্রুতগতিতে বাইক চালায়, জোরে জোরে হর্ন দেয় এসব যেন তারা না করে আমাদের বোঝাতে হবে। এসব করে তারা সড়ক দুর্ঘটনার শিকারও হয়, অনেক প্রাণ সড়কে ঝরে যায়। তারা আরও জানান, যে কোনো প্রয়োজনে থানায় আসবেন, ফোন দেবেন সহযোগিতা নেবেন। প্রয়োজনে ৯৯৯-এ ফোন দেবেন। আপনার পাশের অনেকে ঈদে গ্রামে গিয়েছেন, আপনার অনেক ভাড়াটিয়াও গ্রামে গেছেন তার বাড়ির নিরাপত্তায় একটু দৃষ্টি রাখবেন।
এসপিবলেন, আমাদের সন্তানরা ঈদে এভাবে মোড়ে মোড়ে ডিজে গান বাজিয়ে, নেচে গেয়ে, দ্রুত বাইক চালিয়ে তীব্র শব্দে হর্ন বাজিয়ে উশৃঙ্খল হয়ে যাচ্ছে। এভাবে তারা এক সময় কিশোর গ্যাংয়ে পরিণত হয়। এজন্য সবার আগে অভিভাবকদের সন্তানদের সুশিক্ষা দিতে হবে।