জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বন্দর জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক বুলবুলের নেতৃত্বে বিশাল মিছিল

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বন্দরে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বন্দর উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক বুলবুল আহম্মেদ নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন।

শুক্রবার ১৭ জুন বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্র মাঠে আয়োজিত জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এই বিশাল মিছিল নিয়ে যোগদান করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টি নেতা মোঃ সানাউল্লাহ, মোঃ মিনহাজ, রাসেল, জীবন, ফারুক, শাজামাল, রফিকুল, নবির হোসেন, কামরুল ও বিকে ট্রেডার্স এর কর্মচারী বৃন্দ সহ অন্যান্যরা।

বন্দর উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক বুলবুল আহম্মেদ তার বক্তব্যে বলেন, প্রয়াত জননেতা সফল এমপি নাসিম ওসমানের আদর্শে অনুপ্রানিত হয়ে আমি জাতীয় পার্টির রাজনীতিতে আসছি। তার আদর্শ নিয়ে বন্দর উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীকে সুসংগঠিত করে তুলতে কাজ করছি। আজকের জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সবার অংশগ্রহনে সফল হয়েছে। সকলের দোয়া নিয়ে দেশ ও দলের কল্যানে কাজ করে যেতে চাই।

  • জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বন্দর জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক বুলবুলের নেতৃত্বে বিশাল মিছিল