জাতীয় ছাত্র সমাজের বন্দর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের নারায়ণগঞ্জের বন্দর উপজেলা শাখার কমিটি নতুন গঠন করা হয়েছে। এতে মো. নয়ন সরদারকে সভাপতি ও নিসাদ আব্রাহাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়।

জাতীয় ছাত্র সমাজের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রবিউল আউয়ালের সুপারিশে শুক্রবার (১৭ নভেম্বর) ১১ সদস্যের পূণাঙ্গ (আংশিক) এ কমিটি অনুমোদন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু।

 

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শিপন, সহ-সভাপতি রাসেল হোসাইন, মোঃ নুর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাহিম, হৃদয় আহমেদ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সানি হাসান, প্রচার সম্পাদক ইয়াসিন আহমেদ সৌরভ, সহ-প্রচার সম্পাদক মোঃ খোকা ও দপ্তর সম্পাদক লিটন আহমেদ।

 

এসময় নারাযণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জাতীয় ছাত্র সমাজের বন্দর উপজেলা শাখার কমিটি নতুন গঠন