বিশেষ প্রতিনিধিঃ বন্দরে পবিএ মাহে রমজান উপলক্ষ্যে চ্যানেল জিরোর পরিবারের উদ্যোগে গত শনিবার ১৬ এপ্রিল বিকালে বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা দোয়া ও ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিয় শ্রমিক লীগএর বন্দর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান সে তার বক্তব্যে বলেন আমি মনে করি ,এই চ্যানেল জিরো বস্ট নিস্ট সংবাদ মাধ্যমে দেশ ও জাতীর উপকৃত হবে তা ছাড়া আমার চোখে সকল মিডিয়া সাংবাদিক দের সমান ভা ভাবে দেখি,আমি।তাছাড়া আপনারা পারেন সমাজ টা কে বদলে দিতে,ভালো কাজে আমি আপনাদের পাশে থাকবো,সব সময়।এবং এই পরিবারে একজন সদস্য হয়ে।
চ্যানেল জিরো র চেয়ারম্যান সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা মালা,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন সান্তা নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিল সাধারণ সম্পাদক ও মহানগর নাট্য জোটের সাধারণ সম্পাদক এম ,আর, হায়দার রানার উপস্থাপনার
অন্য দের মধ্য উপস্থিত ছিলেন ,সাবেক ২১ নং ওয়ার্ড কাউন্সিলার হান্নান সরকার ,বর্তমান কাউন্সিলার শাহিন মিয়া, বীর মুক্তি যোদ্ধা আঃ জব্বার সরদার , ওবায়েদ উল্লাহ ,লাইক আহম্মদ সিদ্দিকী বাবু, মহিলা নেএী সোনিয়া রহমান,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম কাসেম, এম,সি,আলমগীর হোসেন। ছাএলীগ নেতা সোহেব মোঃ লিটন ,শেখ কামাল, সহ ইলেকট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য বৃন্দগন।
পরীশেষে মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবীবুর রহমান সিদ্ধিকী।