খুলনা প্রতিনিধিঃ মাহে রমজান মাসে চৌগাছা পৌর শহরের হোটেল ও মিষ্টির দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার বিক্রয় করা হচ্ছে কিনা এসব বিষয়ে তদারকি করার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
তারই ধারাবাহিকতায় ২১ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনাকালে চৌগাছা বড় বাজার সংলগ্ন পাইলট স্কুলের সামনে বিপ্লব হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পঁচা আলু প্রক্রিয়াজাত করার অপরাধে হোটেল মালিক বিপ্লবকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন, অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পঁচা আলু প্রক্রিয়াজাত করার অপরাধে হোটেল মালিক বিপ্লবকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে হোটেলগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি করার পাশাপাশি আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।