খুলনা প্রতিনিধিঃ চৌগাছায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় গরীব ও দুস্থ মানুষের মাঝে ন্যাশনাল প্রেস সোসাইটি’র ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকালে বাকপাড়া এলাকায় ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ও জোসনা ইলেকট্রনিকস এর পক্ষ থেকে ২’হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ওই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার চৌগাছা উপজেলা শাখার সভাপতি ও জোৎনা ইলেকট্রনিকস এর সত্তাধিকারী আজিজুর রহমান এ্যাডমিরালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজ্বী ইবাদৎ হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কামরুল হাসান, কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চৌগাছা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও ন্যাশনাল প্রেস সোসাইটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার চৌগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শফিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার শেখ, চৌগাছা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎনা খাতুন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আতিয়ার রহমান, চৌগাছা পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটি’র সহ-সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি’র যুগ্ন-সম্পাদক ও চৌগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, আইন বিষয়ক সম্পাদক ইকবাল কবির (ওভি), ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা মোহাম্মদ খালেদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ফায়সাল, রাকিবুল হাসান, এনামুল প্রমূখ।