খুলনা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় এক রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করার অপরাধে রেস্টুরেন্টে কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ এপ্রিল (বুধবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা অভিযান চালিয়ে ওই জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চৌগাছার সিংহঝুলী মল্লিকবাড়ি মোড়ে একটি রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেই অব্যাহত থাকবে।