পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরীব-অসহায় ও ভ্যানচালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
বৃহস্পতিবার (৭জুলাই) বিকেল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ২’শত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউএনও নিজেই প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করায় এলাকার সুশীলসমাজ ও সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছেন।
জানা গেছে, চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এলাকার গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক চিন্তা চেতনায় ইউএনও ইরুফা সুলতানা বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ সেতুর উপরে, কুঠিপাড়া, চৌগাছা-মহেশপুর সড়কের দামোদর বটতলা, বুন্দেলীতলা, চৌগাছা-ঝিকরগাছা সড়কের গরীবপুর, চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলি মল্লিকবাড়ি মোড়, কড়ইতলা মোড়ে ভ্যানচালক এবং অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
প্রতিটি প্যাকেটে চাল, সিমাই, চিনি, গুড়াদুধ, ডাল ও সাবান প্রদান করা হয়।
ইউএনও’র হাত থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে ভ্যানচালক, গরীর অসহায় মানুষগুলো আনন্দ ও খুশি প্রকাশ করেন এবং অনেকেই বলেন, এভাবে আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কেউ কিছু দেয়না।
দোয়া করি আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি যেন সবসময় আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন, গরীব অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধনী ও বৃত্তবানদের আহবান করছি। ঈদ বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তি। চৌগাছা উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সকলের প্রতি রইলো ঈদ-উল-আযহার শুভেচ্ছা।