সরাসরি ভোটে শরীয়তপুরের চিকন্দী শরফ আলী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির গভর্নিং বডির নির্বাচন হয়েছে।আজ সোমবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২০ শে জুন (সোমবার) সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের চিকন্দী শরফ আলী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে স্কুল শাখায় এ্যাড.মোঃ আঃ রাতেন ঢালী ২৭২ ভোট পেয়ে প্রথম হন।সুজা উদ্দিন মিল্টন ২৩৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। কলেজ শাখায় মোঃ নুরুজ্জামান খান ৩২ ভোট পেয়ে প্রথম ও ইলিয়াস মাদবর ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন।
উল্লেখ্য,চিকন্দী শরফ আলী স্কুল এন্ড কলেজে অভিভাবকদের ভোটার সংখ্যা স্কুল শাখায় ৯৪৩,কলেজ শাখায় ৯০ জন মোট ভোটার ১০৩৩ জন। কাস্ট হয়েছে ৭৯০ ভোট।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ হোসেন।
উপস্থিত ছিলেন-চিকন্দী শরফ আলী স্কুল এন্ড কলেজের সভাপতি আজিজুর রহমান বাচ্চু সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন মিয়া, এসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে পুলিশের একটি দল।