চাষাঢ়ায় আ’লীগ অফিসে শামীম ওসমানকে হত্যার উদ্দেশ্যই বোমা হামলা চালায়- খান মাসুদ

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বাদ আসর নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বন্দর ১নং খেয়াঘাটস্থ কল্পনা সুপার মার্কেটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, ২০০১ সালের ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ অফিসে শামীম ওসমানকে হত্যার উদ্দেশ্যই ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছিল। সেদিন বোমার স্পিন্টারে ক্ষতবিক্ষত হয়ে বেঁচে যান তিনি। ওই দিন বোমা হামলায় ২০ জন নেতাকর্মী প্রাণ হারান। গুরুতর আহত হন শামীম ওসমানসহ অর্ধশতাধিক লোক। সেদিন বোমা হামলায় আমাদের গনমানুষের নেতা শামীম ওসমান বেঁচে গিয়েছিলেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তঘাটি শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের হাল এখনও ধরে রেখেছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে একেএম শামীম ওসমানের নির্দেশে যেকোন কর্মসূচী পালন করি।

তিনি আরও বলেন, ২০০১ সালের ১৬ জুন যারা বোমা হামলায় নিহত হয়েছে সকলের রুহের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়ার আহ্বান করেন। এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা সকল নিহত ব্যাক্তিরদের জন্যও সকলের কাছে দোয়া চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ, যুবলীগ নেতা ডালিম হাসান, বাপ্পি পাঠান, আরিফুল ইসলাম হিরা, উজ্জ্বল আহমেদ, হোসেন প্রধান, আজিজুল হক, উজ্জ্বল আলী, রাজু আহমেদ, সায়মন খান, নূর হোসেন, নুরুজ্জামান, আরিফুল ইসলাম অপু, মোখলেস, আমিন, সুজন, রানা, মাসুদ, ফরিদ প্রমুখ।

বর্বরোচিত বোমা হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্দর খেয়াঘাট গাউসুল আজম জামে মসজিদের ইমাম আবু সুফিয়ান।

  • চাষাঢ়ায় আ'লীগ অফিসে শামীম ওসমানকে হত্যার উদ্দেশ্যই বোমা হামলা চালায়- খান মাসুদ