চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

আজ সমাজে সন্ত্রাস, চাঁদাবাজ,ইভটিজিং, নারী ও শিশু ,মা-বাবার উপর নির্যাতন এর একটাই কারণ মাদক সেবন এসব অন্যায় কিভাবে দূর করা যায়।

এ নিয়ে সরকারের ও প্রসাশকদের কোঠর হওয়া দরকার কারণ পুলিশ ইচ্ছে করলে মাদক প্রতিরোধ করতে পারে কিন্তু তাদের কারনে অপরাধের জম্ম বেশি। যদি গ্রেফতার করে পরে মোটা অংকের টাকা পেলে ছেড়ে দেয়। আর বদলির ভয়ে চালান করলেও অল্প কিছু মাদক দিয়ে নাটক সাজানো হয় থানায় আর বাকি মাদক বিভিন্ন মাদক ব্যবসায়িদের কাছে বিক্রি করে।

মাদক কারবারিদের ২/৩ দিনের মধ্যে জামিন পেয়ে যায় তাহলে কি দরে নেবো আপনাদের মত শিক্ষিত লোকের জন্য আজ সমাজ ও দেশ নষ্ট হচ্ছে।

মাদক ব্যবসায়িরা পারপেয়ে যাচ্ছে তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরুদ মাদক ব্যবসায়িদের বড় সাজার আইন ঘোষনা করা হোক তাহলেই মাদক থেকে মুক্তি পাবে যুবসমাজ,প্রতিটা ঘরে শান্তির ছায়া ফিরে পাবে তাই বিশেষ করে একজন সচেতন নাগরিক হিসেবে মাদক মুক্ত সমাজ গড়ুন তাহলেই আপনি একজন সাফল্য প্রধান মন্ত্রী।

  • চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে