গুইমারায় মহামারিতে রুপ নিচ্ছে ডেঙ্গু

লেখক: আব্দুর রহিম, খাগড়াছড়ি
প্রকাশ: ৫ মাস আগে

খাগড়াছড়িঃ পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় মহামারীর ন্যায় বেড়েই চলেছে ডেঙ্গু।

“ডেঙ্গু” এডিস মশা বাহিত ভাইরাস জনিত একটি রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু’র উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়িও হয়ে থাকে।

সম্প্রতি সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারাতেও মহামারি রুপেয়া দেখা দিয়েছে এই ভাইরাস।

নতুন উপজেলা হওয়ায় গুইমারাতে কোন স্বাস্থ্য কেন্দ্র না থাকায়, পার্শ্ববর্তি উপজেলা মানিকছড়ি ও মাটিরাঙ্গায় ভিড় করছে এই উপজেলার রুগীরা। এদিকে অতিরিক্ত রুগীর চাপে তিল ধারনের ঠায় নেই হাসপাতালের মেঝেতে। এমন ভয়াবহ পরিস্থিতিতেও জনসাধারনের মাঝে নেই কোন সতর্কতা।

স্থানীয় বিশেষজ্ঞ ডাঃ, মোঃ জাহাঙ্গীর আলমের কাছে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি সপ্তাহে ২দিন প্রাইভেট প্রাকটিস করি, গত ১মাসে প্রায় ৫০জনের অধিক ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে আমার কাছে। যাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গুইমারা উপজেলা ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যানবিদ পূর্নেন্দু বিকাশ দেওয়ান বলেন, আমরা গুইমারার পার্শ্ববর্তি উপজেলা হলেও গুইমারাতে স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় কিছু রুগি আমাদের কাছে আসে, বর্তমানে আমাদের এখানে গুইমারার ২জন রুগী ভর্তি আছে।

ডেঙ্গু সম্পর্কে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যানবিদ প্রদীপ কুমার ত্রিপুরা বলেন, আমাদের স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে গুইমারা উপজেলার হাতিমুড়ার ৭জন, বড়পিলাকের ১জন জালিয়াপাড়ার ১জন, গুইমারা সদরের ১জন ভর্তি আছে। যাদেরকে ডাঃ গুরুতর মনে করেছেন তাদেরকে চমেকে রেফার করা হয়েছে।

  • গুইমারায় মহামারিতে রুপ নিচ্ছে ডেঙ্গু