গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় অবৈধ যান-বাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। অভিযানে সিএনজি, ব্যাটারিচালীত অটোরিকশা ও ইজিবাইকসহ ১৫টি যানবাহন আটক করা হয়।
আটক যানবাহনের ১৫জন আসামীকে নগদ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাওনা হাইওয়ে থানার (ওসি) মো. আমিনুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম, এসআই আশরাফুল হক প্রমুখ।
এদিকে মহাসড়কে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাইওয়ে পুলিশ।